গরমে অতিষ্ঠ সাবা নিলেন ছুটি
আসছে ঈদ উপলক্ষে এক খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সোহানা সাবা। প্রচণ্ড গরমে টানা কাজ করে ক্লান্ত তিনি। তাই নয়দিন কাজের বিরতি নিয়েছেন সাবা।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘বাইরে অনেক গরম। শুটিংয়ে থাকলেও একটু পরপর আমি পানি খাই। দায়িত্বের সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। যখন কাজ করি তখন মন দিয়ে করি। ভালো মানের কাজ করতে বরাবর আমার ভালো লাগে। তবে টানা কাজ করে এখন একটু ক্লান্ত লাগছে। তাই বাসায় নয়দিনের বিশ্রাম নিচ্ছি। আগামী ৮ জুন থেকে আবার নাটকের কাজ শুরু করব।’
আগামীকাল রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে সোহানা সাবা অভিনীত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নিশীথ-প্রীতম’ কবিতা অবলম্বনে নাটক ‘তোমার পথের ধূলিতে’। নাটকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সোহানা সাবা বলেন, সাহিত্যনির্ভর নাটকে কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ চরিত্র ও চিত্রনাট্য অনেক আগে থেকে জানাশোনা থাকে। ‘তোমার পথের ধূলিতে’ নাটকটি এ সময়ের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়েছে।
সব সময় গল্পনির্ভর ও ভালো চিত্রনাট্যে কাজ করে দর্শকনন্দিত হয়েছেন সোহানা সাবা।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘আমি যে কোনো একটা কাজ শুরু করার আগে পরিচালকদের অনেক জ্বালাতন করি। ব্যস্ততার কারণে এখন নাটক ও ছবির প্রস্তুতি নেওয়ার সময় খুব কম থাকে। তারপরও চিত্রনাট্য পড়া ছাড়া কোনো নাটকে আমি চুক্তিবদ্ধ হই না। যাঁরা চিত্রনাট্য প্রস্তুত না হওয়ার আগে কাজের প্রস্তাব দেন, তাঁদের কাছে গল্প ও চরিত্র কী রকম হবে ভালোভাবে জেনে নিই। গল্পটাকে গুরুত্ব দিই অনেক বেশি।’
সম্প্রতি অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ ছবির শুটিং শেষ করেছেন সোহানা সাবা। প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির পুরো কাজ শেষ। এখন শুধু বাকি ডাবিং।
শেষমুহূর্তের শুটিং কেমন হয়েছে জিজ্ঞাসা করলে সাবা জানালেন, কাজটা মনমতো হয়েছে। আসছে জুলাই মাসে ছবির ডাবিং হওয়ার কথা আছে। তারিখ ঠিক হলে ডাবিং করতে কলকাতায় যেতে হবে।’