সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে নতুন দেশের গান
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী বিরতির পর আবার শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন দেশাত্মবোধক গান নিয়ে। বিজয় দিবসকে সামনে রেখে গাওয়া ‘সেই দেশেতে জন্ম আমার’ শিরোনামের গানটির গীতিকার ও সুরকার এস আই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন শচী শামস।
গানের কথায় দেশপ্রেমের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ তুলে ধরা হয়েছে। গানটি প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী এনটিভি অনলাইনকে বলেন, ‘গানটির কথা ও সুর দুটোই আমাদের দেশের দেশাত্মবোধক গানের ঐতিহ্যের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। গানটির সুরের মধ্যে মাধুর্য রয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। সেই সঙ্গে দেশকে আরো বেশি করে ভালোবাসার অনুপ্রেরণা জোগাবে।’
এদিকে গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার এস আই শহীদ বলেন,‘ছোটবেলা থেকে হাদী স্যারের গান শুনে বড় হয়েছি। এমন একজন কিংবদন্তি শিল্পীর জন্য গান লিখতে এবং সুর করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি মনে করি গানটি মানুষের দেশপ্রেমের জায়গাকে ছুঁয়ে যাবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে নির্মিত গানটি প্রাথমিক পর্যায়ে শোনা যাবে কেবল জিপি মিউজিকে। এ বিষয়ে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের প্রতি ভালোলাগা এবং দেশপ্রেম সবসময় কাজ করে। কিন্তু কখনো সেটা সেভাবে প্রকাশ করার সুযোগ হয়ে ওঠেনি। তাই বিজয় দিবস উপলক্ষে দেশের গানের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করলাম। যদিও খুব সামান্য এটা। তবে আমার বিশ্বাস গানটি সবার মনে অনেক দিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।’