ঈদের সিনেমা : ফের পিছু হটেছে ‘অন্তর্জাল’
‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন ফের পিছু হটেছেন। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে না তাঁর ‘অন্তর্জাল’ সিনেমা। মুক্তির নতুন তারিখ যেটা ঠিক করা হয়েছে সেটা ২১ জুলাই। এর আগে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পাইনি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের এই সিনেমা।
সিনেমাটির ঈদে সিনেমাটি মুক্তি না পাওয়া কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি সপ্তাহে পুরো ইউনিট মিলে সিনেমাটির একটি প্রিভিউ হয়। যেখানে সবাই বড় পর্দায় ছবিটি দেখেন। এবং অনেকগুলো ঘাটতি বের করেন। বিশেষ করে ভিএফএক্স-এর দুর্বলতা চোখে পড়ে সংশ্লিষ্টদের।
ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।