ওটিটিতে মুক্তি পাচ্ছে সোনমের ‘ব্লাইন্ড’ সিনেমা
ওটিটিতে মুক্তি পেতে পাচ্ছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের নতুন সিনেমা ‘ব্লাইন্ড’। আর এ সিনেমা দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। টিজার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ব্লাইন্ড কোনো মৌলিক গল্পের সিনেমা নয়, কোরিয়ান সিনেমার হিন্দি সংস্করণ। ২০১১ সালে একই নামে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।
‘ব্লাইন্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন সোম মাখিজা। এটি মূলত ক্রাইম থ্রিলার। সিনেমায় সোনম কাপুরকে দেখা যাবে দৃষ্টিহীন নারীর চরিত্রে।
সিনেমায় সোনম কাপড় ছাড়াও পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে ও শুভম সরফসহ বলিউডের একাধিক পরিচিত মুখ অভিনয় করেছেন।
আগামী ৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিওতে স্ট্রিমিং শুরু হবে ব্লাইন্ড সিনেমার। বিনা মূল্য সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।