শিল্পকলায় বৃহস্পতিবার ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র তৃতীয় প্রদর্শনী
ম্যাড থেটারের নতুন প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের তৃতীয় প্রদর্শনী হবে আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই)। রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
রবীন্দ্রনাথের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর দেখা হয়েছিল আর্জেন্টিনায়, ১৯২৪ সালে। তাদের দেখা হওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তবু দেখা হয়েছিল। শহর থেকে খানিকটা দূরে, নদীর পাড়ের এক সাদাবাড়িতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথেয়তায় রবীন্দ্রনাথ স্মৃতিময় কিছু দিন অতিবাহিত করেন। সেখানে তাদের ভাবের আদান প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সাথে। এরপর কত জল গড়িয়ে গেছে রিও ডেলা প্লাটা নদীতে। সেই অপূর্ব অলৌকিক সুন্দর সাক্ষাতের শতবর্ষপূর্তিতে ম্যাড থেটার মঞ্চে এনেছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’নাটকটি।
নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’নাটকটির মধ্য দিয়ে। গত মাসে ভারতের গৌহাটিতে নাটকটির মঞ্চায়নের পর আগামী ১৩ জুলাই হবে পরবর্তী প্রদর্শনী।