কানাডা-আমেরিকায় ৩ দিনে ৪৮ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র
হলিউড সিনেমার দাপটের মাঝেও বাংলাদেশি ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে চলছে।
এক বিজ্ঞপ্তিতে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব আরও জানিয়েছেন, বিশ্ব সিনেমার এই ভরামৌসুমে প্রথম উইকএন্ড বা তিনদিনে ৪৪ হাজার ডলার (গ্রস) করেছে শাকিব খানের সিনেমাটি।
মোঃ অলিউল্লাহ সজীব বলেন, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হবার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাবার সুযোগ পেয়েছে। প্রথম ৩ দিনে সিনেমাটি ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং, এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। দর্শকের চাপে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন।’
দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী একশো একান্ন হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাটি।
‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার ইধিকা পাল।