শুধু ঈদে নয়, এমন ‘খেলা’ ১২ মাস চান ওমর সানী
নব্বয়ের দশকে দেশে ১২শ‘র বেশি সিনেমা হল ছিল। বছরের ১২ মাসই হলে গিয়ে দর্শক সিনেমা দেখত। সে সময় পেরিয়েছে, বর্তমানে বাংলা সিনেমার দর্শক কমে যাওয়ার পাশাপাশি সিনেমা হলের সংখ্যা কমেছে। তাই সোনালী অতীতকে স্মৃতিচারণ করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে তিনটি সিনেমা বেশ আলোচিত হয়েছে। এসব সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট পেতে রীতিমত হিমশিম খাচ্ছে দর্শকরা। এ বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও চিত্রনায়ক ওমর সানী যেন সন্তুষ্ট হতেই পারছেন না ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ওমর সানি লিখলেন, ‘ঈদ গেছে। এবার আসেন ১২ মাস খেলি। যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর... চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানি, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী এইভাবে সারা বছর আমাদের ছবি চলত।’
দুই ঈদের জন্য শুধু চলচ্চিত্র নয় উল্লেখ করে তিনি লেখেন, ‘এক ঈদেই স্টার, মেগাস্টার, সুপারস্টার এগুলি ভাব নিয়েন না। সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের। দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’
ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা হলো–হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত সিনেমা সুড়ঙ্গ, চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা প্রহেলিকা, সৈকত নাসির পরিচালিত সিনেমা ক্যাসিনো এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা লাল শাড়ি।