নারী কিসে আটকায়? জানালেন নায়িকারা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে লেখা রয়েছে, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে– কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’
অনেকে এই পোস্ট প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করলেও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সোহানা সাবা ও জাহারা মিতু ভিন্নভাবে তাঁদের মতামত তুলে ধরেছেন।
রোববার দিনগত রাত দুইটার দিকে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তাঁর ফেসবুকে লেখেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন ও স্নেহ চায়। আর কিছু না।’ অল্পতেই অভিনেত্রী তাঁর মতামত তুলে ধরলেও অভিনেত্রী সোহানা সাবা এই প্রসঙ্গে বিস্তর মতামত দিয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সকালে সোহানা সাবা তার ফেসবুকে লিখেন, ‘মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না; খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান। তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’
সাবা লিখেছেন, ‘আর তারপরেও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন, সে কোনো দিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ ‘রাইট পারসন’ আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইম’ আর ‘ভ্যাকেন্সি’র জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’
বাংলা সিনেমার প্রসঙ্গ টেনে এই নায়িকা আরও লিখেন, ‘আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’-এ আটকায়। আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’-এ তো শাকিব খান নাই। কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকে পড়বেই পড়বে।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন জাহারা মিতু। ‘আগুন’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাহারা মিতু তার ফেসবুক পেজে লিখেন, ‘সৃষ্টির শুরু থেকেই মানুষ স্বাধীনচেতা প্রাণী। সে যখনই আটকে আছে অনুভব করবে, স্বাধীনতা লাভের অদম্য আশা তাকে বিদ্রোহী করে তুলবে। হোক তা পুরুষ কিংবা নারী। তাই কাউকে আটকে রাখার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কে কিসে আটকায় এই চিন্তা বাদ দিয়ে, সবাই যে এই এক প্রশ্নে আটকে আছে, তা ভাবা জরুরি। তাই চলুন সব বাদ দিয়ে জয় বাংলা স্লোগান পড়ি, আটকা–আটকি মুক্ত সমাজ গড়ি।’
সবশেষ নুসরাত ফারিয়ার ‘পাতালঘর’ সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছে। নূর ইমরান মিঠু নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খান প্রমুখ। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবাসহ আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ, স্বাগতা প্রমুখ। আগামী ২০ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে পরিচালক কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুলসহ প্রমুখ। সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে।