সালমান খানের ফ্লপ সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশে, সেটাও ১২৬ দিন পর
ভারতের বক্স অফিসে সুবিধা করতে না পারা বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ২৫ আগস্ট (শুক্রবার)। আজ সেন্সর ছাড়পত্র পেয়েছে হাতে পেয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানের একাধিক সূত্র এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছরের ২১ এপ্রিল ভারতে মুক্তি পায় সিনেমাটি, ওটিটি প্লাটফর্ম জি ফাইভেও দেখা যাচ্ছে সিনেমাটি।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে।