শাহরুখের জওয়ান সিনেমায় অভিনেত্রী কে এই সঞ্জীতা
সেপ্টেম্বরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। আর এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্যের। এর আগে সঞ্জীতাকে ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর কিছু ছোট ছোট চরিত্রে অভিনয়ে দেখা গেছে।
সঞ্জীতা ভট্টাচার্য বড় হয়েছেন দিল্লিতে। তবে জন্মসূত্রে বাঙালি তিনি। সেই হিসেবে তাঁর জন্য প্রবাসী বাঙালি তকমাটা বেশ উপযুক্ত। দিল্লিবাসী বাঙালিদের বাংলায় হিন্দির যে টান শুনতে পায়, তার বিন্দুমাত্র সঞ্জীতার কথাবার্তায় ছিল না। তিনি মূলত বাড়িতে মা-বাবার সঙ্গে বাংলাতে কথা বলেন।
জওয়ান সিনেমার মুক্তির আগে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইনকে অভিনেত্রী সঞ্জীতা জানান, জন্মসূত্রে বাঙালি মেয়ে তিনি। বাড়িতে সবার সঙ্গে বাংলাতেই কথা বলেন। বার্কলে কলেজ অব মিউজিকে পড়ালেখা করেছেন। তিনি পানামা জ্যাজ ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল, এনএইচ৭ উইকেন্ডার ও ম্যাগনেটিক ফিল্ডস ফেস্টিভ্যালের মতো উৎসবে অংশ নিয়ে থাকেন ।
তিনি জানান, তাঁর বাবা একজন চিত্রশিল্পী। বাবা কলকাতার, আর মায়ের বাড়ি ময়মনসিংহে। সঞ্জীতা সংগীতশিল্পী হিসেবেই যাত্রা শুরু করেন। একক সিরিজ ও ট্র্যাক ‘এভরিথিং ইজ ফাইন’ প্রকাশ করেন ২০২০ সালে।
সংগীত নিয়ে সঞ্জীতা বলেন, আমাকেও বাবা রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন। ছোটবেলায় আমার বেড়ে ওঠা বাউল গান আর রবীন্দ্রসংগীত দিয়ে। প্রায় প্রতি বছর মা-বাবার সঙ্গে শান্তি নিকেতন যেতাম। আমার এখনো মনে আছে, সোনাঝুরিতে গিয়ে বাউলদের সঙ্গে বাবা গান শুনতেন, গাইতেনও। যদিও আমি বড় হওয়ার পর আমার গানের ধরন বদলে গেছে। তবে আমি এটা জানি যে, কোথাও না কোথাও সেই গানগুলো আমাকে ঠিকেই প্রভাবিত করে। সংগীতের বাইরে ২০২১ সালে নেটফ্লিক্স সিরিজ ‘ফিলস লাইক ইশক’ এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন তিনি।
সম্প্রতি জওয়ান মুক্তি প্রসঙ্গে তিনি জানান, বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অভিষেক হচ্ছে। এই সিনেমার টানা শুটিং হয়নি। যত দূর আমার মনে পড়ছে, ২০২১ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু হয়েছিল। তখন থেকে শুরু হয়ে এই বছর পর্যন্ত—একটানা শুটিং চলেনি, তবে সব মিলিয়ে বছর দুয়েক তো হবেই।
তিনি জানান, শাহরুখ খানের সঙ্গে যে কাজ করবেন, সেটি জানতে পেরেছেন ২০২১ সালের আগস্টে, মহামারি করোনাভাইরাসের সময়। নেটফ্লিক্সে ওই বছরের জুলাইয়ে তার প্রথম সিরিজ মুক্তি পেয়েছিল। আর এর কিছুদিন পরই জওয়ানের জন্য ডাক পান।