এখন আমার নাটক নিয়ে দর্শকদের ভিন্নরকম কিছু আশা থাকে : ফারহান
ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান ও তানজিন তিশা ‘কলিজার আধখান’ শিরোনামের একটি নাটককে জুটি বেঁধে কাজ করছেন। সামাজিক বার্তা দেওয়া এই নাটকের গল্প এগিয়েছে সন্তান না হওয়া এক দম্পতিকে ঘিরে।
যা নিয়ে আলোচনা হচ্ছে অন্তর্জালে। যেখানের গল্পের পাশাপাশি ভার্সেটাইল অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছে ফারহানের অভিনয়।
মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় সিএমভিতে সম্প্রতি মুক্তি পেয়েছে নাটকটি। যা এখন ইউটিউব ট্রেডিংয়ের শীর্ষ তিনে অবস্থান করছে।
এই নাটক প্রসঙ্গে মুসফিক আর. ফারহানের ভাষ্য, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকদের ভিন্নরকম কিছু আশা থাকে। আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন তাঁরা উপলদ্ধি করতে পারচ্ছেন। ফেসবুক ইউটিউবে সেসব মন্তব্য দেখছি।’
‘কলিজার আধখান’ নাটকের গল্প এমন, এক দম্পতির বাচ্চা হয় না। গ্রামের কবিরাজরা জানায় সমস্যা ছেলের কিন্তু পরে ডাক্তার জানায় সমস্যা আসলে মেয়ের। পরে এই দম্পতি এতিমখানা থেকে এক সন্তান দত্তক নেয়। এরপর ঘটে হৃদয়বিদারক এক ঘটনা, যা দেখতে চোখ রাখতে হবে নাটকটিতে।