রেকর্ডের ফুলঝুড়ি, ‘জওয়ান’ এখন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা
অপ্রতিরোধ্য বলিউড বাদশাহ খান শাহরুখ খান, দীর্ঘ সাড়ে চার বছর ফিরে বক্স অফিসে তুলেছেন ঝড়। নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে গড়ছেন ইতিহাস। এই যেমন ‘পাঠান’কে পেছনে ফেলে ‘জওয়ান’ই এখন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। মুক্তির ১৭তম দিনেই শাহরুখ খান এই অনন্য রেকর্ড গড়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলছে, ‘জওয়ান’ তার তৃতীয় শনিবার আনুমানিক ১৩ কোটি রুপি আয় করেছে, যার ফলে ভারতে সিনেমাটির মোট আয় এখন ৫৪৬ কোটি রুপি। যা ‘পাঠান’ সিনেমার মোট আয়ের চেয়ে ৩ কোটি রুপি বেশি।
এছাড়া, ‘জওয়ান’ দিয়ে শাহরুখ খান আরও যে সব রেকর্ড গড়ছে, সেই তালিকায় আছে; সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি উদ্বোধনী দিনের আয় (৭৫ কোটি রুপি), সবচেয়ে বেশি একক দিনের আয় (৮০ কোটি রুপি) এবং সবচেয়ে বেশি আয়ের উদ্বোধনী সপ্তাহের (৩৮৯ কোটি রুপি) রেকর্ড স্থাপন করেছে। বলিউডের দ্রুতম চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।
রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।