সাড়া ফেলেছে ‘মুজিব’, মুক্তি পেছাল সোহানা সাবার সিনেমা
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তির দিন থেকেই সিনেমা সিনেমা হলে সাড়া ফেলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ২০টি শো চলছিল সিনেমাটির। তবে দর্শক চাহিদার কারণে শো বাড়িয়েছে কর্তৃপক্ষ। একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের সিনেমা হলে।
এদিকে, আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সরকারি অনুদানের ‘অসম্ভব’ সিনেমা। তবে সিনেমাটির মুক্তি পিছিয়েছেন নির্মাতা অরুণা বিশ্বাস।
অরুণা বিশ্বাস বললেন, “চলতি সপ্তাহে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পেয়েছে। আমাদের সবার দায়িত্ব রয়েছে সিনেমাটির পাশে থাকার। এ ছাড়া ‘অসম্ভব’ সিনেমাটি দেশের সবাইকে দেখানোর জন্য নির্মাণ করেছি। তাই বেশি হলে মুক্তি দিতে চাই। সবমিলিয়ে মুক্তির সিদ্ধান্ত পিছিয়েছি। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।”
সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
সিনেমাটির গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।