রাজনীতিতে নাম লেখালেন সংগীতশিল্পী নকুল কুমার
জনপ্রিয়তা সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস রাজনীতিতে নাম লিখিয়েছেন। গতকাল রোববার (১৫ অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতি পা রাখলেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেওয়ার সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ নিয়ে নকুল কুমার তার ফেসবুক আইডিতে পোস্টও দিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে সংগীতশিল্পী নকুলকে বরণ করে নিতে গতকাল আয়োজন করা হয় অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ফেসবুকের পোস্টে তিনি লেখেন, ‘শুধুমাত্র আমাকে বরণ করে নেওয়ার জন্য জাতীয় প্রেসক্লাবে এতবড় আয়োজন! তাও আবার মুক্তিযুদ্ধের কিংবদন্তী, কাদেরীয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম করেছেন! এটাও কি ভাবা যায়! ধন্য আমি ধন্য বঙ্গবীরের ভালো বাসার জন্য!’
নকুল গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।’
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে, বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।”
অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়া আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।