আরিফিন শুভতে মুগ্ধ তিশা, জানালেন ধন্যবাদ
বড় আর ছোট পর্দা মিলিয়ে আরিফিন শুভর সঙ্গে হাতে গুণে দুই তিনটি কাজ করছেন নুসরাত ইমরোজ তিশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা।
সিনেমা মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ, আর তাঁর সঙ্গে পাল্লা দিচ্ছেন নুসরাত ইমরোজ তিশাও। তবে ‘মুজিব’ সিনেমার আরিফিন শুভতে মুগ্ধ তিশা, শুধু তাই না নিজের নায়ককে জানিয়েছেন ধন্যবাদও।
আরিফিন শুভ প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘আরিফিন শুভ সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। কারণ হচ্ছে, ও এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে এবং এর যে জার্নিটা এটা বলে প্রকাশ করা যাবে না। সে দারুণ কাজ করেছে। দর্শক অনেক পছন্দ করছে, সে অনেক কষ্ট করেছে, অপরিসীম কষ্ট করেছে। শুভকে ধন্যবাদ ওকে দেখে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। যেমন আমার সহশিল্পী যদি অ্যাক্টিভ না হয়, এমন একটা চরিত্র করা কঠিন। শুভ সমসময় সেই সার্পোট দিয়েছে, আমরাও সেই চেষ্টা করেছি ওকে সাপোর্ট দেওয়ার। শুভ মাশাল্লাহ ভেরি গুড, ১০ লাইনে ওকে নিয়ে বলে শেষ করা যাবে না।’
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।