এই সম্মাননাটি পেয়ে আমি অনেক আনন্দিত : আতিয়া আনিসা
প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতেছেন আতিয়া আক্তার আনিসা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরষ্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে আনিসা লেখেন, ‘আলহাদুলিল্লাহ’। মহান আল্লাহর অশেষ রহমতে আম্মু- আব্বুর দোয়া, এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি 'পায়ের ছাপ' সিনেমার 'এই শহরের পথে পথে” গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলিচ্চত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। এই ছোট্ট জীবনে রাষ্ট্রীয়ভাবে এত বড় এবং উচ্চ সম্মানের এই সম্মাননাটি পেয়ে আমি অনেক আনন্দিত।’
২০২২ সালে ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আতিয়া আক্তার আনিসা ছাড়াও এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে বিউটি সার্কাস ও শিমু ছবির জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।