রাশমিকার ফেইক ভিডিওতে চটেছেন অমিতাভ
সম্প্রতি ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিওটিকে কেন্দ্র করে চলছে নেটমাধ্যমে চর্চা। যেখানে অভিনেত্রীর পরনের পোশাক বেশ কুরুচিকর বলে দাবি করছেন নেটাগরিকরা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাকে লিফটে প্রবেশ করছেন অভিনেত্রী। সেই পোশাকে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে। এই ধরনের পোশাকে আগে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে।
ভিডিওটি দেখলে সবাই বলবেন, ইনি রাশমিকা। কিন্তু ভিডিওটি যে নকল তা আর বুঝতে বাকি নেই। ভিডিওটি নিয়ে বলিউডের অনেক অভিনয়শিল্পীও বেশ সমালোচনা করেছেন। তাই শুরু থেকেই ওই ভিডিওর সত্যতা নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন জাগছিল। জানা গেছে, ভিডিওটি আসলে রাশমিকার নয়, প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।
পরে জানা যায়, ভিডিওর ওই নারী আদতে রাশমিকা নন। কারসাজি করে নায়িকার মুখ বসানো হয়েছে ভিডিওর ওই নারীর মুখে। ভিডিওর সত্যতা প্রকাশ্যে আসতেই এমন কাজের পিছনে জড়িত থাকা অপরাধীদের শাস্তির দাবি তুলতে শুরু করেছেন নেটিজেনরা। এই কাণ্ড নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চনও ।
গোটা ঘটনার সত্যতা প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর পক্ষে আওয়াজ তুলেছেন অমিতাভ বচ্চন। ঘটনায় আইনি পদক্ষেপ দাবি জানিয়ে টুইটে এই অভিনেতা লেখেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়, আইনি পদক্ষেপ নেওয়া দরকার।’
মূল ভিডিওতে থাকা ওই নারীর নাম জারা প্যাটেল। সামাজিকমাধ্যমে তাঁর বিপুল ফলোয়ার রয়েছে। গত ৯ অক্টোবর নিজের ওই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করেন জারা। আর সেই ভিডিওটিতেই কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অভিনেত্রী রাশমিকার মুখ প্রতিষ্ঠাপন করা হয়েছে।
সূত্র : এনডিটিভি