‘ডানকি’র জন্য শাহরুখ নিয়েছেন মাত্র ১২ কোটি, অন্যরা কে কত?
১০০ কোটি সঙ্গে সিনেমার লভ্যাংশ, এমন চুক্তি ছাড়া শাহরুখ খান সবশেষ কবে চুক্তিবদ্ধ হয়েছেন; সেটা ভাবতে হবে? ‘জিরো’ ফ্লপের পরও সবশেষ বছরের সবচেয়ে সফল ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও এই নিয়মের ব্যত্যয় ঘটাননি কিং খান।
তবে ‘ডানকি’ ক্ষেত্রে শাহরুখ খানের পারিশ্রম আপনাকে বেশ অবাক করবে। বলিউড লাইভ এক প্রতিবেদনে দাবি করছে, সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি।
অন্যদিকে শাহরুখের নায়িকা তাপসী পান্নু অভিনয় করেছেন মানু চরিত্রে। খবর, তিনি পারিশ্রমিক নিয়েছেন ১১ কোটি রুপি। সিনেমাতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন তাপসী ও শাহরুখ খান।
ভিকি কৌশলের চরিত্রের নাম সুখী, হার্ডির বন্ধু। সিনেমাটির জন্য তিনি ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এছাড়া গুলাটি দেখা যাবে বোমান ইরানিকে, যিনি একজন শিক্ষক। তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। রাজকুমার হিরানির লাকি চ্যাম্প বললেও ভুল হয় না বোমানকে। এর আগে মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে-তেও ছিলেন বোমন।
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককেও দেখা যাবে এই সিনেমাতে। তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৭ কোটি রুপি।
উন্নত জীবনের আশায় তার চার বন্ধু মানু, বগ্গু, বাল্লি ও সুখি পাড়ি দিতে চায় ইউরোপে। এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন। সবার স্বপ্নপূরণের ভার নিজের কাঁধে তুলে নেয় হার্ডি। অবৈধ পথে ইউরোপে রওনা দেয় তারা। তাদের এ জার্নির গল্প উঠে আসবে সিনেমায়। ভারতে ডানকি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। তার এক দিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।