ঢাকার মঞ্চ মাতালেন নচিকেতা
ঢাকার মঞ্চ মাতালেন দুই বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুক্রবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনের মঞ্চ মাতান জীবনমুখী ধারার এ গায়ক।
১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সঙ্গে নচিকেতার তিন দশকের অসাধারণ পথচলার উদযাপন উপলক্ষে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ কনসার্টের আয়োজন করা হয়।
কনসার্টের প্রথম ভাগে ছিল সংগীতশিল্পী জয় শাহরিয়ারের পরিবেশনা। আর দ্বিতীয় ভাগে মঞ্চ মাতান নচিকেতা, তার সংগীত দলের অর্ঘ্য কমলও গান পরিবেশন করেন। একের পর এক গান গেয়ে দর্শক সারি মাতিয়ে তুলেন নচিকেতা চক্রবর্তী।
রাত সাড়ে ৮টায় গান শুরু করেন নচিকেতা, গানের ফাঁকে চলে কথোপকথন। রাত ১০টায় ‘নীলাঞ্জনা' গানের মধ্য দিয়ে পরিবেশনা শেষ করেন এই শিল্পী।
নচিকেতা মঞ্চে উঠে প্রথমে ‘অন্তবিহন্ত পথে চলাই জীবন, জীবনের মানে নয় তো জীবন’ গান দিয়ে শুরু করে। গানের এক পর্যায়ে জয় শাহারিয়ারের লেখা গান নিয়ে নচিকেতা বলেন, জয় আমার খুব প্রিয়। ও ঠিক আমার মতন, আমি যেমন নিজে লিখি, নিজেই সুর করি আবার নিজেই গাই। জয় ঠিক তেমনি। পরে জয়ের লেখা গান দুজন মিলে দর্কশকে শোনান।
মঞ্চে রাজশ্রী তোমার জন্য, তুমি আসবে বলেই, দেখে যা অনির্বাণ, আমার ইচ্ছে করে, হয়তো তোমার জন্য, বৃদ্ধাশ্রম, একদিন ঝড় থেমে যাবেসহ ১৫টিরও বেশি গান গেয়েছেন নচিকেতা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আশরাফুল হাসান বাবু ও কাজী বুশরা আহমেদ তিথি।