গাড়ি কিনলেন সাদিয়া আয়মান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করে নিজেকে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। আর ভালো অবস্থানে পৌঁছালে প্রত্যেকেই চেষ্টা করেন নিজের সবটা দিয়ে শখ পূরণ করতে। এক্ষেত্রে অভিনেত্রী তার শখ পূরণ করেছেন। আর সেই চেষ্টায় সফল এ সময়ের সাদিয়া আয়মান।
অনবদ্যভাবে বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
প্রথম গাড়ি নিয়ে বুধবার (১৫ নভেম্বর) রাতে তার ফেসবুক পোস্ট দিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম গাড়ি কিনলাম। এই মুহূর্তে আমি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আল্লাহ যেসব নেয়ামত দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’
সাদিয়া আয়মান বর্তমানে অপেক্ষায় আছেন বড়পর্দায় অভিষেকের জন্য। এ ছাড়া ওয়েব মাধ্যমেও নিয়মিত অভিনয় করছেন তিনি।