তিশার অসুস্থতা প্রসঙ্গে যা জানিয়েছে পরিবার
হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টার চালিয়েছিলেন বলে গুঞ্জন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। শুধু জানিয়েছে, রাতে অসুস্থ হয়ে পড়লে তিশাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনেত্রীর অসুস্থতার বিষয়ে কথা বলতে গেলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমকে এমনটাই জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে নাসিম বললেন, ‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে ভিড় বেশি দেখে এরপর তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান।’