নাবিলার বাগদান নয়, ছিল ‘গার্লস স্কোয়াড’র প্রচার
ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম তাঁর ফেসবুক পেজে বাগদানের ছবি প্রকাশ করেছিলেন গত ৫ নভেম্বর সন্ধ্যায়। একইসঙ্গে এও জানিয়েছিলেন, অবশেষে খুশির খবর আসছে। এবার রহস্যের দার উম্মোচন হলো বাগদান নয়, এটি ছিল একটি ওয়েব সিরিজের প্রচার অংশ। ওয়েব সিরিজটির নাম ‘গার্লস স্কোয়াড সিজন ৩’।
ওই দিনই নাবিলা গণমাধ্যমকে জানিয়েছিলেন, হাতে আংটির ছবি ঠিক আছে, তবে কিসের জন্য তা এখন বলব না। পারিবারিকভাবে একটু নিষেধ আছে। তাই এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই। অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে।
নতুন সিজনে সিরিজটির গল্প যেহেতু একটি বিয়েকে কেন্দ্র করে, তাই বাগদানের ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী নাবিলা। এর নির্মাতা জানান, যেহেতু নাবিলার বিয়ে নিয়ে গল্প তাই দর্শকদের আগ্রহ তৈরির কারণে নাবিলার বাগদানের আঙটির একটি ছবি ফেসবুকে শেয়ার করে।
ওয়েব সিরিজটির প্রসঙ্গে নাবিলা বলেন, ‘প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আঙটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল শ্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানো জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও জমে যাবে।’
২০২১ সালে প্রথম সিজন প্রকাশের পর সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরের বছর আবার দ্বিতীয় সিজনটিও দর্শক পছন্দ করেন। সাফল্যের ধারাবাহিকতায় আরও জমজমাট গল্পে নতুন আয়োজনে আসছে ‘গার্লস স্কোয়াড সিজন ৩’।
এতে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, শামিমা আফরিন অমি, জেরিন, স্বর্ণলতা, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ ও মেহেদী হাসান হৃদয়সহ প্রমুখ।
নির্মাতা মাইদুল রাকিব জানিয়েছেন,আগামী ২৪ নভেম্বর থেকে প্রচারে আসবে ‘গার্লস স্কোয়াড সিজন ৩’। এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে।