মৌসুমীর বিগো লাইভের খবর শুনে যা বললেন ওমর সানী
কয়েক দিন আগে ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু হয়। আর তাঁর মৃত্যুর ঘটনায় আলোচনায় আসে ‘বিগো লাইভ প্ল্যাটফর্ম’ অ্যাপটির নাম। আইনশৃঙ্খলা বাহিনী তার মৃত্যু রহস্য উদঘাটন করে প্রেমের সম্পর্ক এবং অনলাইন প্লাটফর্মে জুয়া সম্পর্কিত বিষয় জানায়। আর বিগো লাইভ হচ্ছে- সরাসরি ভিডিও স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিংয়ের একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট।
জানা যায়, বিগো লাইভ অ্যাপে বিভিন্ন ব্যবহারকারীর সঙ্গে সরাসরি ভিডিও চ্যাট করতেন হুমায়রা হিমু। । এই অভিনেত্রীর বিগো লাইভের বিষয় নিয়ে তখন নানা কথা হলেও সম্প্রতি এই অ্যাপটির ব্যাপারে আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা মৌসুমী। যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে অভিনেতা ওমর সানী প্রশ্ন করে তাঁর ফেসবুকে পোস্টে লেখেন, ‘কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’