নির্বাচিত হলে এলাকাবাসীকে সম্মানিত করব : মাহি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে কোনো আসনেই আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি।
এরই ধারাবাহিকতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করার স্বপ্ন মলিন হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এই নায়িকা। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মাহি। স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করার পর মাহি জানান, আমি নির্বাচিত হতে পারলে এলাকাবাসীকে সম্মানিত করব।
এদিকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। যিনি ২০১৮-এর নির্বাচনে নৌকা প্রতীকে দুই লাখ দুই হাজার ৬৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এরইমধ্যে সোমবার দুপুরে মনোনয়নপত্রও কিনেছেন বলে জানা গেছে। এদিন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।
সোমবার রাতেই মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন, তার যৌক্তিকতাও তুলে ধরেন এই নায়িকা।
ভিডিও বার্তায় মাহি জানান, আসন্ন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এই নায়িকা বলেন, ‘রাজশাহী অঞ্চলের (রাজশাহী-১ আসন) সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম আমাকে ফোন করে নির্বাচন করার অনুরোধ করছেন। তাদের অনুপ্রেরণায়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি (রাজশাহী-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া যারা এই নির্বাচন করতে ইচ্ছুক অর্থাৎ অন্যান্য দলমত ভেতরে পোষণ করছেন যারা, তাদেরকে যেন নির্বাচনে আসার জন্য উৎসাহ প্রদান করি এবং সেটা নিশ্চিত করি।’
নির্বাচনে জয়ের জন্যই সর্বোচ্চ চেষ্টা করবেন বলে উল্লেখ করে মাহি বলেন, ‘আমিতো স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। যেহেতু নির্বাচন করছি, হারার জন্য তো করছি না। অবশ্যই জয়ী হতে সর্বোচ্চ চেষ্টা করবো। যারা নির্বাচনে অংশ নেয়ার কথা ভেবেছিলেন, কিন্তু এখন করবেন না! তারা কেন ঘরে বসে থাকবেন। আপনারাও চলে আসেন। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করি। ইনশাআল্লাহ আপনাদের যদি কারও যোগ্যতা থাকে এবং আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকেন; তাহলে অবশ্যই আপনারও নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ রয়েছে। এতে কোনো সন্দেহ নাই।’
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে এলাকাবাসীকে সম্মানিত করবো। সকল শ্রেণি-পেশার মানুষ কাউকে ভয় পেয়ে না; বরং তাদের নিজস্ব সম্মান নিয়ে এই এলাকায় বসবাস করবে। আমি এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছি। অনেক মানবিক কাজ করেছি।’
রাজশাহী-১ আসন থেকে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মাহি বলেন, এই এলাকার মানুষের জন্য আমি অনেক কাজ করেছি। অনেক মানবিক কাজ যেমন করেছি, খেলাধুলার আয়োজন সহ অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষের বিষয়, তারা যদি আমাকে চায়, তাহলে তো ভোট দিবেই।