২৪ ঘণ্টা পর জলাবদ্ধতায় আটকে থাকা আমিরকে উদ্ধার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবার এ ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ২৪ ঘন্টা আটকে ছিলেন বলিউড অভিনেতা আমির খান। মায়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে গিয়ে জলাবদ্ধতায় আটকে পড়েন আমির।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তিনি বন্যাকবলিত এলাকায় আটকে ছিলেন। অবশেষে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বিশাল বিষ্ণু।
অভিনেতা বিশাল বিষ্ণু তার এক্সে আমির খানের সঙ্গে নৌকায় বসে থাকা ছবি শেয়ার করে লেখেন, ‘এই প্রতিকূল পরিস্থিতিতে যারা আমাদের সাহায্য করেছেন সেই উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ। করপক্কমে উদ্ধারকাজ চলছে। আমি নিজেই তিনটি উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন বিশাল। ওই ছবিগুলোতে আমিরকেও দেখা যাচ্ছে। ছবিগুলো দেখা যাচ্ছে, উদ্ধারকারী দল গিয়ে তাদের উদ্ধার করেছেন। সেখানে আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই উদ্ধারকারী দলের নৌকায় দেখা যাচ্ছে আমির খানসহ ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার জ্বালা গুপ্তাকে।
বিশালের এক্স পোস্ট আরও জানা যায়, তিনি তামিলনাড়ুর কারাপাক্কামের বাসিন্দা। সেখানে বন্যার কারণে তার বাড়িতে পানি ঢুকে যায়। সেখান থেকেই এক্স বার্তায় সাহায্য চেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সেখানে বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, ফোন সিগন্যাল নেই।
বিশাল বিষ্ণুর ওই পোস্টের পরই দ্রুত তাদের উদ্ধার করতে পৌঁছায় উদ্ধারকারী দল।
উল্লেখ্য, আমির খানের মা চেন্নাইয়ে থাকেন। তিনি বহুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ। অসুস্থ মাকে দেখতেই চেন্নাই গিয়েছিলেন এ ভারতীয় অভিনেতা।