দেশের ৪৪ প্রেক্ষাগৃহে মুক্তি মিম-জিতের ‘মানুষ’
আজ শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ওপার বাংলার ‘মানুষ’ সিনেমা। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। জনপ্রিয় চিত্রনায়ক জিৎ অভিনীত এ সিনেমাটি গত বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।
সারা দেশের ৪৪ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক।
সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমার প্রথম ছবি, চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবে। অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। আশা করছি, আমাদের দর্শকরা সিনেমাটি গ্রহণ করবে। তাদের ভালো লাগার মতো সব ধরণের এলিমেন্টই রয়েছে সিনেমাটিতে।’
সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে সিনেমাটির পোস্টার শেয়ার করে অনন্য মামুন লিখেছেন, ‘আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেল।’
এর আগে গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে ‘মানুষ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন জিৎ। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এ ছাড়াও রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় জিতু কমল প্রমুখ।