আইনিভাবে বিচ্ছেদ নয়, তবে মেয়েকে নিয়ে আলাদা থাকবেন ঐশ্বরিয়া?
অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক টিকছে কিনা তা নিয়ে বিস্তর আলোচনা অন্তর্জাল থেকে গণমাধ্যমে। এরই মধ্যে নাকি নাকি ঘর ছেড়েছেন সাবেক বিশ্বসুন্দরী। খবর টাইমস নাও ডিজিটাল মাধ্যমের।
গণমাধ্যমটি দাবি করছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে এখন থেকে থাকবেন ঐশ্বরিয়া। সমালোচকেরা মনে করছেন, বচ্চন পরিবারের থেকে দূরে থাকলেও অ্যাশ আইনিভাবে বিচ্ছেদের পথে এগোবেন না। কারণ, বচ্চন পরিবার হাইপ্রোফাইল। আর ঐশ্বরিয়া নামীদামি এক ব্যক্তিত্ব। তাই তাঁরা কেউই নিজেদের ইমেজ খারাপ করতে চাইবেন না।
বচ্চন পরিবারের এই গুঞ্জন আরও চরমে ওঠে, যখন এক অনুষ্ঠানে অভিষেকের আঙুলে বিয়ের আংটি দেখা যায় না। বিয়ের পর থেকে এই আংটি কখনো হাতছাড়া করেননি অভিষেক। এছাড়া অ্যাশের সঙ্গে বচ্চন পরিবারের বিবাদ প্রকাশ্যে আসে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চন প্রিয় বউমাকে আনফলো করেন।
ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে একদমই বনিবনা হচ্ছিল না ঐশ্বরিয়ার। এরমধ্যে অমিতাভকন্যা শ্বেতা শ্বশুর বাড়ির পাট চুকিয়ে পাকাপাকিভাবে জলসাতে থাকতে শুরু করেছেন। শ্বেতার সঙ্গে তাঁর দুই সন্তান অগস্ত্য আর নব্যাও আছে। শোনা যাচ্ছে, যে ননদের সঙ্গে একই ছাদের তলায় থাকা নিয়েও অ্যাশের সমস্যা হচ্ছে।