‘জামাল-কদু’ গানে নেচে কী বার্তা দিলেন বুবলী
‘অ্যানিমেল’ সিনেমার সুপারহিট গান ‘জামাল কদু’র সঙ্গে নাচলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল সেই নাচের ভিডিও। মাথায় পানপাত্র নিয়ে নাচের ভিডিও নিজেই ফেসবুকে প্রকাশ করেন বুবলী। দিয়েছেন এক রহস্যময় ক্যাপশনও।
গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া ভিডিওতে দেখা যায়, ‘জামাল কুদু’ গানের ছন্দে শরীর দোলাতে থাকেন এ ঢালিউড নায়িকাকে। তবে, বুবলী শুধু নাচলেনই না, নাচের সঙ্গে নিন্দুকদের দিয়েছেন একটি বার্তাও। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরনের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি যে, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিয়েছেন।
অ্যানিমেল সিনেমার ‘জামাল কুদু’ গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। সিনেমায় দেখা যায়, কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সে সময় মাথায় একটি পানপাত্র মাথায় নিয়ে নাচতে থাকেন ববি।