কেমন আছেন কাজলের মা তনুজা?
বার্ধক্যজনিত কারণে গত রোববার (১৭ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। তনুজা ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজলের মা। অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের জুহু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করানো হয় ৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজাকে। অসুস্থতার দুদিন পার হলেও কেমন আছেন এ অভিনেত্রী?
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, গতকাল সোমবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন তনুজা। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ এ অভিনেত্রী৷ শারীরিকভাবেও এখন অনেকটাই সুস্থ। তাই তাকে হাসপাতালে না রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকের পরামর্শে পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৮০ বছরে পা দিয়েছেন অভিনেত্রী তনুজা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে সমান তালে কাজ করেছেন তনুজা। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হমারি বেটি’ ছবিতে অভিনয় দিয়ে অভিনয় জগতে তনুজার হাতেখড়ি। ১৯৬০ সালে তার মা শোভনা পরিচালিত ‘ছাবিলি’-তে অভিনয় করেন। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।
উত্তম কুমারের বিপরীতে ১৯৬৩ সালে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনেরর পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০ এ ‘রাজকুমারী’তে তার অভিনয় নজর কাড়ে। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান কাজল ও তানিশা মুখোপাধ্যায়।
অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি।