বছরের সবচেয়ে খারাপ ওপেনিং শাহরুখের, দেশের ৪৬ সিনেমা হলে ‘ডানকি’
চলতি বছরে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেমা।
‘ডানকি’ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। তবে বাংলদেশে সেন্সর প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব হওয়ায় রাতে একটি শো চলার পর আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দেশের ৪৬টি সিনেমা হলে চলছে আলোচিত এই সিনেমাটি।
‘ডানকি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। সিনেমাতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ সিনেমাটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট।
এদিকে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬০ থেকে ৬৫ কোটি রুপি! যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০ কোটি রুপি! যদিও প্রথম দিনের আয়ের হিসাবে অঙ্কটা কম নয়, তবে এই সিনেমাটি দিয়ে বছরের সবচেয়ে খারাপ ওপেনিং দেখেছেন শাহরুখ!
বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর অনলাইনে পাওয়া যাচ্ছে ‘ডানকি’কে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া।