বিয়ের গল্প
কেন এগিয়ে আনা হয় অমিতাভ-জয়ার বিয়ে?
‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’ কথাটিকে সত্যি করে ১৯৭৩ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের বিগ-বি খ্যাত অমিতাভ বচ্চন ও জয়া ভাদুরি। তারকাদের সংসার নাকি বেশি দিন টেকে না, এমন ধারণাকে ভুল প্রমাণ করে এক সঙ্গে ৫০ বছর কাটিয়ে দিলেন এ তারকা জুটি।
তবে বিয়ের তারিখও পরিবর্তন হয়েছিল অমিতাভ-জয়ার। ১৯৭৩ সালের অক্টোবরের দিকে বিয়ের কথা থাকলেও মজার এক কারণে অক্টোবরের বিয়ে এগিয়ে আসে জুনে। গত বছর একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনা বলেন জয়া বচ্চন। জয়া বচ্চন জানান, ‘জঞ্জির’ সিনেমার সাফল্যের পর সবাই মিলে লন্ডন ভ্রমণের পরিকল্পনা করেন। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অমিতাভ-জয়া। সব ঠিকঠাক, এমনকি বিমানের টিকিটও কেটে ফেলেন তাঁরা। পরদিন রাতে ফ্লাইট। ভ্রমণের এক দিন আগেই বাদ সাধেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। তাঁর কথা, বিয়ের আগে জয়ার সঙ্গে বিদেশে ভ্রমণে যাওয়া যাবে না।
এখন মা-বাবার কথা রাখতেই হবে। তাই তো পরদিন সকালেই পুরোহিত ডেকে কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে সাধারণভাবেই বিয়ে করে নেন অমিতাভ-জয়া। বিয়ে করে রাতেই লন্ডনের উদ্দেশে বিমানে চড়ে বসেন অমিতাভ-জয়া। সেই থেকেই চড়াই উতড়াই পেরিয়ে ৫০ বছর পার করেছেন অমিতাভ-জয়া দম্পত্তি।