‘টুয়েলভথ ফেল’ দেখেই বিক্রান্তকে নিয়ে ভোলবদল কঙ্গনার
বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা অর্জন করলেও গত কয়েক বছরে স্রেফ বিতর্কের কারণেই আলোচনায় থেকেছেন কঙ্গনা। বিশেষত, বিনোদন জগতে নিজের সহকর্মীদের প্রতি বিরূপ মন্তব্যের কারণে বার বার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে তাতে টনক নড়েনি কঙ্গনার। বরং, বিভিন্ন সময়ে তার আক্রমণের শিকার হয়েছেন বলিউডের বিভিন্ন শিল্পী। তারকা-সন্তান হোন বা তারকারা নিজে—তাঁর কটাক্ষে জর্জরিত হয়েছেন সবাই। সেই তালিকাতেই ছিলেন ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তবে সম্প্রতি সেই তালিকা থেকে উত্তরণ ঘটেছে তার। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাতে বিক্রান্তের অভিনয় দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা!
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
গত বছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টুয়েলভথ ফেল’। বিধুর সেই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা অর্জন করেছেন বিক্রান্ত। তথাকথিত বাণিজ্যিক ধারার সিনেমা না হওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে দর্শকের মধ্যে সাড়া জাগিয়েছিল এই সিনেমা।
এখন ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে ‘টুয়েলভথ ফেল’। সম্প্রতি ওই সিনেমা দেখে পরিচালক ও অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কঙ্গনা। সিনেমা দেখতে দেখতে নাকি হাপুস নয়নে কাঁদছিলেন তিনি, দাবি নায়িকার। শুধু তাই-ই নয়, প্রয়াত অভিনেতা ইরফান খানের শূন্যস্থান আগামী দিনে নাকি পূরণ করতে চলেছেন বিক্রান্তই—দাবি অভিনেত্রীর।
কঙ্গনা লেখেন, ‘বিধু স্যার আবারও আমার মন জয় করেছেন। বিক্রান্ত তো অনবদ্য! আগামী দিনে তিনিই হয়তো ইরফান খানের শূন্যস্থান পূরণ করতে পারবেন। তার প্রতিভাকে আমি কুর্নিশ জানাই।’
তবে কঙ্গনার এই প্রশংসার বহর দেখে তার অতীতের মন্তব্য ভুলে যাননি নেটিজেনরা। বছর দুয়েক আগে বিক্রান্তকেই সমাজমাধ্যমের পাতায় ‘আরশোলা’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। এমনকি, তাকে নিজের চটি দিয়ে মারবেন বলেও দাবি করেছিলেন তিনি! বছর দুয়েকের মধ্যেই এমন পরিবর্তন! কঙ্গনার এই ভোলবদল যেন হজমই হচ্ছে না নেটিজেনদের!