জন্মদিনে ববি দেওলের চমক
১৫ মিনিটের ‘আবরার’ চরিত্র আর ‘জামাল কুদু’ নাচে ববি দেওল স্বমহিমায় ফিরেছেন ‘অ্যানিম্যাল’ সিনেমা দিয়ে। বলিউড কাঁপিয়ে এবারদক্ষিণী ছবিতেও নতুন চরিত্রে নতুন লুকে চমক দিতে চলেছেন ধর্মেন্দ্রপুত্র।
আজ শনিবার ৫৫ বছরে পা রেখেছেন ববি দেওল। তবে নতুন লুক দেখে তাঁর বয়স ধরা খুবই কঠিন। দক্ষিণী ছবি ‘কানগুভা’র প্রথম ঝলক প্রকাশ্যে আসায়, আবারও সেই কথাই প্রমাণিত হলো।
বহুদিন ধরেই গুঞ্জন ছিল দক্ষিণী তারকা সূর্য অভিনীত ছবিতে ‘উধিরান’ চরিত্রে অভিনয় করবেন বলিউডের কোনো অভিনেতা। অবশেষে জানা গেল, ববিই হলেন সেই উধিরান। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক শিবা।
যত দিন যাচ্ছে, ততই যেন জনপ্রিয় হচ্ছে ‘অ্যানিম্যাল’ সিনেমার আবরার। আর সেই কারণেই এবার ‘অ্যানিম্যাল পার্ট টু’ অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’ শুধু নয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার তৈরি করতে চলেছেন আবরারকে কেন্দ্র করে নতুন আরেকটি সিনেমা। যেখানে উঠে আসবে এই চরিত্রের উত্থান-পতনের গল্প।
কীভাবে ‘অ্যানিম্যাল’ রণবীরের সঙ্গে শত্রুতা শুরু ববির, তাই দেখানো হবে। গুঞ্জন রয়েছে এই সিনেমার নায়কই হচ্ছেন ববি দেওল। অন্যদিকে, রণবীরকে নাকি দেখা যাবে খুব অল্প সময়ের জন্য।