অপ্রকাশিত সাক্ষাৎকার
আসলে মানুষ চায় একটা, হয় আরেকটা : আহমেদ রুবেল
বাংলাদেশের অভিনয় অঙ্গনে সাবলীল অভিনয় করে যে কজন অভিনেতা দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, আহমেদ রুবেল তাদের মধ্যে অন্যতম। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু, এরপর টিভি নাটক এবং পরে চলচ্চিত্রেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। এর আগে ২০২২ সালের ২৮ মে এনটিভির রূপকথার রাত অনুষ্ঠানে এসে কথা বলেন তিনি। সেই কথোপকথনের কিছু চুম্বক অংশ এনটিভির পাঠকের কাছে তুলে ধরা হলো।
এনটিভি অনলাইন : গাজীপুরে কতদিন যাবৎ থাকছেন?
আহমেদ রুবেল : আমি ২০১২ সাল থেকে গাজীপুর বসবাস করছি।
এনটিভি অনলাইন : আপনি কি শুটিংয়ের সময় গাজীপুর থেকে যাতায়াত করেন?
আহমেদ রুবেল : আমি শুটিংয়ের সময় গাজীপুর থেকে আপ-ডাউন করি। যখন যেখানে শুটিং হয়, তখন গাজীপুর থেকে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি।
এনটিভি অনলাইন : ঢাকা কেন্দ্রিক হঠাৎ বিদায় জানানোর ইচ্ছা হলো কেন?
আহমেদ রুবেল : আমি ২৬ বছর ঢাকায় ছিলাম। পরে ইন্টারমিডিয়েট পাস করার পর ১৯৮৭ সাল থেকে ঢাকায় থাকা শুরু করেছিলাম। এরপরে ২০০৮ অথবা ২০০৯ সালের দিকে ঢাকা ত্যাগ করি। আর ২০১২ সাল থেকে নিয়মিত গাজীপুর থাকতে শুরু করি।
এনটিভি অনলাইন : অভিনয় এবং মঞ্চনাটক সম্পর্কে কিছু বলেন।
আহমেদ রুবেল : আমি ১৯৮৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মঞ্চনাটক করেছি। আমি এক হাজারের বেশি শো করেছি এবং ১৮ বছর যাবৎ অভিনয় করেছি।
এনটিভি অনলাইন : ছোট বেলায় আপনি কি হতে চেয়েছিলেন?
আহমেদ রুবেল : ছোটবেলায় আমার ইচ্ছা ছিল গান গাইব। আসলে মানুষ চায় একটা, হয় আরেকটা।