শিল্পকলায় আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন
না ফেরার দেশে চলে গেছেন বাংলা নাটক, চলচ্চিত্রের নন্দিত এবং শক্তিশালী অভিনেতা আহমেদ রুবেল। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান গুণী অভিনেতা আহমেদ রুবেল।
জানা গেছে, বুধাবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে ভেন্যুতে এসেছিলেন আহমেদ রুবেল। নুরুল আলম আতিকে সঙ্গে নিয়ে কমপ্লেক্সের লিফটে উঠার সময় হুট করে অচেতন হয়ে পড়েন রুবেল। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে হৃদরোগেই প্রাণ হারিয়েছেন এই গুণী অভিনেতা। আহমেদ রুবেলের চার বোন বেঁচে আছেন। এর মধ্যে দুইজন রয়েছেন যুক্তরাষ্ট্রে। বাকি দুজন ছুটে এসেছেন হাসপাতালে। ছোট বোনের স্বামী ড. জহিরুল হক বলেন, আমেরিকায় তার দুই বোন রয়েছেন। তাদেরকে খবরটি জানানো হয়েছে।
তবে এত দূর থেকে আসা সময়ের ব্যাপার। তাই তাদেরকে আসতে বারণ করা হয়েছে। আমরাই তার দাফন সম্পন্ন করবো। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর গাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার আগে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একেডেমি প্রাঙ্গণে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।