ডিআইএমএফএফ ‘সিনে কার্নিভাল’ আয়োজন করল ইউল্যাব
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ‘সিনে কার্নিভাল’ এর আয়োজন করেছে। গত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস- বাংলাদেশ (ইউল্যাব) এর মেইন ক্যাম্পাসে এ কার্নিভালের আয়োজন করা হয়।
আজ শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল এর সূচনা হিসেবে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এবারের সিনে কার্নিভালের পৃষ্ঠপোষকতা করেছে জনপ্রিয় এনার্জি ড্রিংকস স্পিড এবং এর আয়োজনে অংশীদারিত্ব করেছে ফ্যাটি বান।
তিন দিনের এ কার্নিভালে ২২টি স্টলসহ ছিল থিমযুক্ত ফটো বুথ থেকে বেলুন শ্যুট এবং ক্লাউড ক্যান্ডি স্টেশন। এ ছাড়াও আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবেশমুখে নাগদোলা। এ সিনে কার্নভাল উৎসবে অংশগ্রহনকারীদের মোবাইল ফিল্মমেকিং এর শৈল্পিকতা অন্বেষণ এবং উদ্যাপনের জন্য একটি অনন্য প্লাটফর্ম। এ আয়োজন ইউল্যাব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। এ বছর ডিআইএমএফএফ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি অনলাইন। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিচনেস স্ট্যান্ডার্ড, দেশ রূপান্তর, জনকণ্ঠ এবং ডেইলি স্টার। আর ভেন্যু পার্টনার স্টার সিনেপ্লেক্স।