ভুল চিকিৎসায় নয়, বিরল রোগে মৃত্যু হয়েছে সুহানির
ভারতীয় অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুহানি ভাটনাগর মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন। অভিনয় জগতে দঙ্গল কন্যা হিসেবে পরিচিত ছিল সুহানি। গণমাধ্যমের খবরে বলা হয়, ভুল চিকিৎসায় মারা যায় সুহানি। তবে এবার ঘটনা নিল অন্য মোড়।
ভারতীয় গণমাধ্যমকে সুহানির বাবা পুনীত ভাটনাগর জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসাও চলছিল।
সুহানির বাবা জানান, বিরল এ রোগ নির্ণয়ের প্রায় দুই মাস আগে তার মেয়ের হাতে ফোলাভাব ছিল। তখনই প্রশ্ন জাগে পরিবারেই। দ্রুত শুরু হয় চিকিৎসা। সেই সময় তাকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ এই অসুখের এটিই নাকি একমাত্র ওষুধ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইচ) তথ্য অনুযায়ী, ডার্মাটোমায়োসাইটিস পেশীতে প্রদাহ সৃষ্টি করা এক বিরল রোগ। যার মূল উপসর্গই হল প্রদাহ ও ত্বকের ব়্যাশ। এই রোগে আক্রান্ত হলে কিছু মাসলে তীব্র প্রদাহ হয়। সেই সঙ্গে তা ফুলে যায়। এটি একটি বিরল রোগ। এটি অন্যান্য মাসলের অসুখের থেকে একেবারেই আলাদা।
এ রোগের লক্ষণগুলো হলো— পেশী দুর্বলতা, ব্যথা, গিলতে সমস্যা, চোখের পাতায় বেগুনি রঙ, ত্বকের বেগুনি-লাল রংয়ের ফুসকুড়ি, শ্বাসকষ্ট।
এই ডার্মাটোমায়োসাইটিস খুবই বিরল অসুখ। ভারতীয় গণমাধ্যম এবিপি’র প্রতিবেদন থেকে জানা যায়, সুহানির বাবা সুমিত ভাটনগর দাবি করেছেন, সারা বিশ্বে মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ এটিতে আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাস আগে ওর হাতে লাল দাগ দেখা দেয়। আমরা বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছি কিন্তু রোগ নির্ণয় করা যায়নি।
উল্লেখ্য, সুহানি ভাটনগর নীতেশ তিওয়ারির দঙ্গল-এ তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। ছবিতে জুনিয়র ববিতা ফোগাটের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এই স্পোর্টস ড্রামাটিতে আমির খান, জাইরা ওয়াসিম, সানিয়া মলহোত্রা এবং ফাতিমা সানা শেখসহ অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।