গরু পাচার মামলায় ফের দিল্লিতে তলব দেবকে
গরু পাচার মামলায় টলিউড সাংসদ-অভিনেতা দেবকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমস এমন খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইডির অফিসে ঢোকার সময় সাংবাদিকদের তিনি জানান, ‘আমি কোনো অসৎকাজ করিনি। তাই ভয় পাচ্ছি না। যতবার ইডি ডাকবে ততবার আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।’
আসন্ন লোকসভা ভোটে আবার তৃণমূল প্রার্থী হবেন দেব, এটা স্পষ্ট হওয়ার প্রেক্ষিতেই কি ইডির তলব, তিনি কি এমনটাই মনে করছেন? এই প্রশ্নের জবাব তিনি এখনই দিতে চান না।
এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করেছে তাঁরা।
প্রসঙ্গত, ২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে আটক এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন সাংসদ দেব।
দেবও পাল্টা জানিয়েছিলেন, তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যেতে পারেন হিরণ। আজও একই প্রশ্ন করা হয়েছিল দেবকে। তিনি বলেন, ‘এনামুলের কাছ থেকে কোনো টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। এনামুল হককে সত্যি আমি চিনি না।’