বাড়িতে সাপ পুষছেন সৃজিত
কলম্বিয়া থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিবারের নতুন সদস্যটির খবর দিলেন পরিচালক নিজেই
সেই খবরে পড়েছে শোরগোল। পাইথনের নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সৃজিত লিখেছেন, ‘বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।’
সিনেমার পর্দায় পাইথন পোষার ঘটনা সাধারণ, কিন্তু তাই বলে বাস্তব জীবনে! সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছাই এবার পূরণ করলেন পরিচালক।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্রসহ দিন দশেক আগেই আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি।