১৭ বছরে ভাই মুসলিম হয়েছিলেন, ৪ ভিন্ন ধর্ম পালন করে বিক্রান্তের পরিবার
‘টুয়েলভথ ফেল’ সিনেমায় দারুণ অভিনয় করে আলোচনায় আছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। মুম্বাইয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নায়কের। মা-বাবা ও ভাইকে নিয়ে সংসার। তবে পরিবারের ৪ জন পালন করেন ৪টি ভিন্ন ধর্ম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্প শেয়ার করেছেন বিক্রান্ত ম্যাসি। জানিয়েছেন, বাবার পরিবার ও পূর্বপুরুষরা খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তার মা এসেছেন শিখ পরিবার থেকে। তারা দু’জনেই নিজেদের পরিবারের ধর্মই পালন করে থাকেন।
আর অভিনেতার ভাই মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নামও পরিবর্তন করে রাখেন মঈন। বিক্রান্ত বলেন, আমার ভাই যখন ধর্ম পরিবর্তনের কথা বলেছিল, তখন বাবা তাতে অসম্মতি দেননি। বলেছিলেন, এই পদক্ষেপ তোমাকে যদি শান্তি দেয়, তবে তুমি তাই করো। তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন।
পরিবারের ৪ সদস্যের ঐশ্বরিক বিশ্বাসে মতভেদ থাকলেও নিজেদের অভ্যন্তরীণ সৌহার্দ্য ও সম্প্রীতিতে কোনো সমস্যা নেই। চলতি মাসের ৮ তারিখ পুত্রসন্তানের বাবা হয়েছেন বিক্রান্ত।