শাহরুখ আউট হওয়ার পর বেড়েছে বাজেট, ‘ডন থ্রি’ নির্মাণে খরচ কত?
এক যুগের বেশি সময় ধরে চলা গুঞ্জন থেমে গেছে। অফিসিয়াল ঘোষণায় বলিউডে চলে এসেছে নতুন ‘ডন’, রণবীর সিং। আর প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তাতে নাখোশ হয়েছেন পুরাতন ডন শাহরুখ ভক্তরা।
‘ডন থ্রি’ নিয়ে নতুন খবর বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সিনেমার দর্শকদের বাইরে বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে ২৭৫ কোটি রুপির বাজেটে নির্মাণ করা হবে সিনেমাটি। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন হলিউডের নামি নির্মাতারা। এ ছাড়া ভিএফএক্স থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্যও বড় বাজেট খরচ করবেন নির্মাতারা।
যেখানে শাহরুখকে নিয়ে ২০১১ সালে নির্মাত হওয়া ‘ডন ২’ সিনেমার বাজেট ছিল ১০০ কোটির কম।
ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি নির্মাণ করেন ফারহান। ফারহানের নির্মিত সিনেমাটির জনপ্রিয়তায় ২০১১ সালে দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। সিনেমা দুটি বড় বাজেটে নির্মাণ না হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পায়।