নাগরিকত্ব আইন নিয়ে বিজয়ের উষ্মা
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। মোদির সরকার ২০১৯ সালে বিতর্কিত আইনটি পাস করে। এই আইন অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে যাওয়া অমুসলিম বাস্তুচ্যুতদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।
চলতি বছরের লোকসভা ভোটের আগে বিতর্কিত আইনটি কার্যকরের নির্দেশনা এসেছে। আর তাতে প্রতিবাদ জানিয়েছেন ভারতের দক্ষিণি সিনেমার সুপাস্টার থালাপতি বিজয়। যিনি সম্প্রতি ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ নামের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন।
থালাপতি বিজয় তাঁর দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই আইনের নিন্দা জানিয়ে তামিল ভাষায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ) এর মতো কোনো আইন এমন পরিবেশে কার্যকর করা গ্রহণযোগ্য নয়, যেখানে দেশের সকল নাগরিক সামাজিক সম্প্রীতির সাথে বসবাস করে। নেতাদের নিশ্চিত করা উচিত যে, এই আইনটি তামিলে প্রয়োগ করা না হয়।
এই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ধর্মের যেসব মানুষ ভারতে এসেছেন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ পারবেন না। এই কারণেই আইনটি বিতর্কিত। এই আইন নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর-পূর্ব ভারতে জনবিক্ষোভ শুরু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে বিজেপি সরকার বিতর্কিত আইনটি লোকসভায় পাস করেছিলো। তখন প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিলো। নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। অভিযোগ করা হচ্ছিলো আইনটি ভারতীয় সংবিধান বিরোধী। এমনকি এই আইনের মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে বলেও অভিযোগ উঠেছিলো। যদিও বিজেপি বলেছিলো, কারো নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। এরপরও ব্যাপক বিক্ষোভের মুখে আইনটি কার্যকর করা যায়নি। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, সোমবার সন্ধ্যায় আইনটি কার্যকরের নির্দেশনা এসেছে।