‘রাজকুমার’ নিয়ে গর্বিত শাকিব
ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‘ইফতার উইথ টিম রাজকুমার’। সেখানেই উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান।
আয়োজনের শুরুতেই শাকিব খান বলেন, ‘আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশী সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি- তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতারি করলাম, গেটটুগেদারের মতো।’
এ সময় শাকিব বলেন, ‘আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে, খুব সিম্পলভাবে এসেছি। কোনো মেকআপ নেই। নো মেকআপ, নো গেটআপ- একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটাতে।’
‘রাজকুমার’ নিয়েও কথা বলেন শাকিব। তিনি বলেন, যেহেতু এসেছি, রাজকুমার নিয়েও একটু কথা বলি। সবসময়তো আর আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে উঠে না। ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।
প্রযোজক আরশাদ আদানের প্রশংসা করে শাকিব এদিন বলেন, শুধু কিছু টাকা হলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশী দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ। প্রিয়তমা তার উদাহরণ। এবার ‘রাজকুমার’ দিয়ে সেটা আরো বেশী করে আঁচ পাবেন দর্শক।
ইফতারের এই আয়োজনে শাকিবকে নিয়ে আরশাদ আদনান জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদযাপিত হবে সেখানে। একইসঙ্গে উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে সিনেমার প্রচারণা।