একসঙ্গে প্রথমবার অভিনয়ে আমজাদ হোসেনের দুই ছেলে
অভিনয় ও নির্মাণে অনেক বছর ধরেই শোবিজে আছেন কিংবদন্তি চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। এবার প্রথমবারের মতো দুই ভাইকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বড় ভাই দোদুলের পরিচালনায় অভিনয় করবেন আরমান। বৈশাখী টেলিভিশনের জন্য ধারাবাহিক নাটক ‘বোকা প্রেম’ নির্মাণ করছেন দোদুল, এখানেই ভাইয়ের পরিচালনায় অভিনয় করবেন আরমান।
২৪ মার্চ থেকে পুবাইলে শুরু হবে ধারাবাহিকটির শুটিং। শোবিজের প্রায় তিন দশকের ক্যারিয়ার সোহেল আরমানের। নির্মাতা, নাট্যকার, অভিনেতা, গীতিকার—চার পরিচয়েই তিনি সফল। চলচ্চিত্র ‘এই তো প্রেম’, ধারাবাহিক ‘তিন পুরুষ’সহ বহু একক নাটক লিখেছেন ও পরিচালনা করেছেন।
তবে অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত। ছোট ভাইকে নিয়ে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘সোহেল আরমান ভালো অভিনেতা। দীর্ঘদিন ধরেই পরিচালনায় নিয়মিত। মনে হয়েছে, ওর অভিনয়ের প্রতিভাটা বিফলে যাচ্ছে।
বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। ওকে অভিনয়ে নিয়মিত হওয়ার ব্যাপারে আগ্রহী করেছি। তা ছাড়া অনেক দিন ধরেই ইচ্ছা দুই ভাই একসঙ্গে কাজ করব। এই ধারাবাহিকে আমরা দুজনই প্রেমিক চরিত্রে হাজির হব।’
সোহেল আরমান বলেন, ‘বড় ভাই অনেক দিন ধরেই অভিনয়ে ফেরার কথা বলছিলেন।তাঁর মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই। মাঝে কিছু নাটকে ছোট চরিত্রে অভিনয় করলেও প্রধান চরিত্রে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর অভিনয় করছি। চেষ্টা করব এখন থেকে অভিনয়ে নিয়মিত হওয়ার।’
‘বোকা প্রেম’ ধারাবাহিকে দুই ভাই ছাড়াও অভিনয়ে আরো আছেন আ খ ম হাসান, ফারজানা ছবি, শামীমা নাজনীন, আবু হোরায়রা তানভীর, সাব্বির আহমেদ, এলেন শুভ্র, ইমতু রাতিশ, ইমু শিকদার, লাবণ্য লিজা প্রমুখ। দোদুল জানালেন, রোজার ঈদের পর পর প্রচার শুরু হবে ধারাবাহিকটি।