নাসিম আলী খানকে ছাড়া যুক্তরাষ্ট্র সফরে ‘সোলস’
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দেশের অন্যতম ব্যান্ড সোলস। আগামী ১০ এপ্রিল সদস্যরা দুই মাসের জন্য ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত ২০টি শো-এ অংশ নেবে দলটি। তবে এই সফরে থাকছেন না অন্যতম সদস্য নাসিম আলী খান।
জানা গেছে, ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফর থেকে ‘অবসর’ নিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে সোলস প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের কোনও কার্যক্রমে তিনি নেই।’
নাসিম আলী খান বলেন, ‘আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি। আসলে শারীরিক ও পারিবারিক কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্র সফরে থাকতে পারছি না। এছাড়া অন্য কোনও কারণ নেই।’
তবে সোলস থেকে নাসিম আলীর এই ছুটি কতো সময়ের জন্য, সেটি কিন্তু জানা যায়নি।
সোলস এর জন্ম ১৯৭২ সালে হলেও নাসিম আলী খান এতে যুক্ত হন ১৯৮০ সালে। সেই থেকে তিনি দলটির অন্যতম সদস্য ও ভোকাল হিসেবে যুক্ত ছিলেন নিরলস। সোলস-এর বর্তমান সদস্যরা হলেন পার্থ বড়ুয়া, আহাসানুর রহমান আশিক, মীর শাহরিয়ার হোসেন মাসুম ও মারুফ হাসান তালুকদার রিয়েল।