তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা : শুভ
প্রায় মাস তিনেক হলো মা হারিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। আজ পবিত্র ঈদুল ফিতর। আর ঈদে মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। ওই তাড়না থেকেই মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন শুভ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়ক।
আজ বৃহস্পতিবার ঈদের দিন নিজের ফেসবুকে পেজে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ। সেখানে তাকে দেখা যাচ্ছে মায়ের কবর জিয়ারত করতে। অন্য ছবিতে মৃত মায়ের ছবি। ক্যাপশনে লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।
এরপর মায়ের উদ্দেশে নায়কের বার্তা, মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় তিন মাস। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে। আমি কি ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছ।
শুভ আরও লিখেছেন, ‘সবকিছু কেমন যেনো হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই। চেষ্টা চলছে।’
এরপর এই অভিনেতা লেখেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা। আজ যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডেরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডেরাও তোমাকে এই ৮/৯ বছর নোটিশ করেছে।’
মায়ের গলার চেইনও নিজের গলায় ঝুলিয়েছেন শুভ। এ নিয়ে লিখেছেন, ‘এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম। কিন্তু আমাদের ঐ খুনসুটি করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।’
সবশেষে অভিনেতা লিখেছেন, ‘তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।’
শুভর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে নাম ভূমিকায় ছিলেন শুভ। ছবিটি নির্মাণ করেছিলেন বলিউডের বায়োপিক মাস্টার খ্যাত শ্যাম বেনেগাল।