বিবাহ বিচ্ছেদ, বিয়ের গাউন ছিঁড়ে কী বানালেন নায়িকা?
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু দীর্ঘদিন প্রেমের পর ঘর বাঁধেছিলেন। সেই সংসার স্থায়ী হয়েছিল মাত্র চার বছর। এই বিচ্ছেদ ইস্যু আগেই শেষ হলেও ফের এসেছে খবরের শিরোনামে।
কারণ বিচ্ছেদের পর তার বিয়ের পোশাকই ছিঁড়ে ফেলেছেন সামান্থা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, হিন্দু আর খ্রিস্টান ধর্ম মেনেই নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। বিয়েতে সাদা রঙয়ের একটি গাউন পরেছিলেন অভিনেত্রী। ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা ছিল সেই গাউনে। আর এবার বিয়ের সেই গাউন কেটে কালো রঙের নতুন পোশাক বানালেন এই অভিনেত্রী।
এ বিষয়ে সামান্থা বলেন, ‘আজ আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন পোশাকটি এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে মেধাবি ক্রেশ বাজাজ। আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে ক’টি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।’
তবে সামান্থার বিয়ের গাউন কেটে তৈরি অভিনেত্রী কালো পোশাকটিও বেশ নজর কেড়েছে ভক্তদের। আর অভিনেত্রীর বিয়ের পোশাক ছিঁড়ে একটি ব্ল্যাক ড্রেস বানিয়েছেন ডিজাইনার ক্রেশা বাজাজ।