অর্থের অভাবে ক্রিকেটার হতে পারেননি শাহরুখ খান
১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। গোটা আইপিএল জুড়ে দলকে দারুণ উৎসাহ দিয়েছেন দ্যোপান্ত ক্রিকেটপ্রেমী এই সুপারস্টার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি সব সময় খেলোয়াড় হতে চেয়েছি। আর এ কথা আমি সব সময় সততার সঙ্গে বলে এসেছি।’
এই বলিউড তারকা আরও বলেন, তিনি উইকেটরক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন।
পায়ে চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, অর্থের অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি। তবে সব সময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়েছেন।
শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ডানকি’ সিনেমাতে। আগামী দিনে তাঁকে সুজয় ঘোষের ‘কিং’ সিনেমায় দেখা যাবে। এই ক্রাইম-থ্রিলারধর্মী ছবিতে তাঁর সঙ্গে আছেন মেয়ে সুহানা খান।