জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ডে থাকছেন যারা
চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের উদ্দেশ্যে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে।
সোমবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণের মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।
জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ঢাকা; মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ঢাকা; চলচ্চিত্র অধিশাখা প্রধান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ড. মতিন রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিল্ম ও মিডিয়া বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়; বদরুল আনাম সৌদ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক; মিল্টন খন্দকার, বিশিষ্ট সংগীত পরিচালক; আব্দুল লতিফ বাচ্চু, বিশিষ্ট চিত্রগ্রাহক; খায়রুল আলম সবুজ, বিশিষ্ট অভিনেতা; অঞ্জনা সুলতানা, বিশিষ্ট অভিনেত্রী; শুভ্র দেব, বিশিষ্ট গায়ক; এবং মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক।
১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।