বিয়ে করলেন নাদিয়া, পাত্র কে?
শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন। শুক্রবার রাতে ফেসবুকে নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তাঁর বরের নাম সালমান আরাফাত। তাঁরা আগে থেকেই পরিচিত।
জানা গেছে, সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।
ফেসবুকে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ। একই স্থিরচিত্র পোস্ট করে সালমানও একই কথা লিখেছেন।
সালহা খানম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাঁকে। এ ছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।